×

যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত, তবে ন্যাটোভুক্ত দেশগুলোকে আগে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ন্যাটো দেশগুলো একই পদক্ষেপ নিতে রাজি হলে এবং তেল কেনা বন্ধ করলে তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেবেন।

আগেও মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু রাশিয়া সময়সীমা ও সতর্কবার্তা উপেক্ষা করলেও এখনো কোনো বাস্তব পদক্ষেপ নেননি তিনি।

আরো পড়ুন : পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয়, সহযোগিতা চায় রাশিয়া

রাশিয়ার তেল কেনাকে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে ন্যাটো দেশগুলোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরামর্শ দেন। তার দাবি, এতে রাশিয়ার ওপর চীনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে।

ন্যাটোর উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, আমি প্রস্তুত, আপনারা যখন প্রস্তুত। শুধু বলুন, কবে? কয়েকটি দেশের রাশিয়ার তেল কেনা সত্যিই বিস্ময়কর! এতে রাশিয়ার সঙ্গে আপনাদের দর-কষাকষির ক্ষমতা ও প্রভাব মারাত্মকভাবে কমে যাচ্ছে।

ট্রাম্প দাবি করেন, রুশ জ্বালানি কেনা বন্ধ এবং চীনের ওপর চড়া শুল্ক আরোপ সংঘাত দ্রুত শেষ করতে সহায়ক হবে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের জ্বালানি নির্ভরতা অনেকটাই কমেছে। ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ৪৫ শতাংশ গ্যাস আসত রাশিয়া থেকে। এ বছর তা কমে প্রায় ১৩ শতাংশে নামবে বলে অনুমান। তবে ট্রাম্পের মতে, এ হার এখনো যথেষ্ট নয়।

ন্যাটো–রাশিয়া উত্তেজনার মধ্যেই এলো ট্রাম্পের এই বার্তা। বুধবার ডজনখানেক রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোল্যান্ড বলছে, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তবে মস্কোর দাবি, তাদের পোল্যান্ডের স্থাপনা লক্ষ্য করার কোনো পরিকল্পনা নেই।

ন্যাটোর পূর্ব সীমান্ত শক্তিশালী করতে ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানি নতুন মিশনে যোগ দিয়েছে এবং সামরিক সরঞ্জাম পূর্বদিকে সরিয়ে নিচ্ছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল–গ্যাস কেনা বন্ধের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল

সীমানা পূর্ণবহালের দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

আবারও সড়ক-রেল অবরোধে অচল ফরিদপুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App