×

ভিডিও

মেয়র ইস্যুতে কি বৃহত্তর আন্দোলনে নামছে বিএনপি?

Icon

অনামিকা রায়

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

   

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফল বাতিল করে বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন ট্রাইব্যুনাল ও নির্বাচন কমিশন। অথচ এখনো পর্যন্ত তিনি শপথ নিতে পারেননি। শপথের অনুমতি দিতে টালবাহানা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়—এমন অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে তার সমর্থকেরা। 

ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে চলমান জটিলতা নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। আর এটাকে ঘিরেই যেন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বড় এক রাজনৈতিক দৃশ্যপট। সাধারণ একটি স্থানীয় সরকার ইস্যু থেকে এখন এই ঘটনাটি রূপ নিচ্ছে একটি বৃহত্তর রাজনৈতিক সংঘাতের দিকে।

মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কী-না সেটিও স্পষ্ট করা হয়নি সরকারের পক্ষ থেকে। এই ইস্যুতে 'ঢাকাবাসী' ব্যানারে ইশরাক হোসেনর কর্মী সমর্থকরা আন্দোলন করলেও এখনো দলগত অবস্থান নিয়ে আন্দোলনে যায়নি বিএনপি। তবে, এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র নেতাদেরও। তারা বলছেন, আমরা এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি। প্রয়োজনে দলগতভাবে এই আন্দোলনে আমরা সমর্থন দেবো।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাঁর মতে, এর মাধ্যমে অবৈধ ওই সব নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন তিনি।

অন্যদিকে, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের সংঘঠন জাতীয় নাগরিক পার্টির নেতাদের অভিযোগ, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে যে সংকট, তা সরাসরি নির্বাচন কমিশন তৈরি করেছে। তারা বলছে, নির্বাচন কমিশন এই মামলায় কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং আপিলও করেনি। 

ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। এছাড়াও বিভিন্ন কারণে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছে না দলটি। নির্বাচন কমিশনের পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে দলের নেতাকর্মীরা। এনসিপির নেতাদের দাবি, তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে।

তবে, বিশ্লেষকরা মনে করছেন, ইশরাক ইস্যুটি বিএনপির জন্য একটি রাজনৈতিক কৌশল হতে পারে। তারা এই ইস্যুকে জাতীয় পর্যায়ে তুলে ধরে সরকারবিরোধী আন্দোলনের সূচনা করতে পারে। বিএনপি মনে করছে, বর্তমান সরকার সিটি কর্পোরেশন ও নিজেদের ক্ষমতা ধরে রাখতে নানা কৌশলের পথ বেছে নিয়েছে। 

যে কারণে আন্দোলনই একমাত্র সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, এনসিপির সঙ্গে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হয়ে ওঠেছে। আর এই শপথ ইস্যুকে কেন্দ্র করেই বিএনপি আবার রাজপথে সক্রিয় হতে চাইছে বলেই তাদের মত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

বৈরী আবহাওয়ার কবলে দেশ, চার জেলায় বন্যার শঙ্কা

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি ইশরাকের

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

ইশরাকের রায়ের বিরুদ্ধে আপিল না করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App