×

আবহাওয়া

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আভাস রয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও দেশের ছয়টি বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও আভাস রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ঝড়ো হাওয়ার কোনো শঙ্কা না থাকায় সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি। শেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরো পড়ুন : জয়ের সিআরআই ও পুতুলের সূচনা ফাউন্ডেশনের নথি তলব, এনবিআরে চিঠি

গত রাতের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কা রয়েছে। এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমবে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে দেওয়া সব সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো ধরনের সতর্কতা জারি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

ঋণ খেলাপি পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

পিএসজিকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

পিএসজিকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App