×

দুর্ঘটনা

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পিএম

ভাঙ্গায় ট্রাক–অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই–বোনসহ অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভাই–বোন হলেন, যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও মেয়ে বিউটি বেগম (৩০)। অপর নিহত ব্যক্তি একই জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)। আহত দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো পড়ুন : সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল হাজী অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স, যাতে পাঁচজন যাত্রী ছিলেন। মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে খুলনার দিকে আসা একটি বড় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ট্রাকচালক ট্রাকটি রেখে পালিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোটার হলেন তারেক রহমান

ভোটার হলেন তারেক রহমান

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

মাঠেই হার্ট অ্যাটাকে ঢাকা কোচ মাহবুব আলী জাকির মৃত্যু

মাঠেই হার্ট অ্যাটাকে ঢাকা কোচ মাহবুব আলী জাকির মৃত্যু

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেলো কলকাতা-ব্যাংকক

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৮ ফ্লাইট গেলো কলকাতা-ব্যাংকক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App