×

বিএনপি

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাশেদ খাঁনের বিএনপিতে যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার চারটি ইউনিয়ন) থেকে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, এটি দলের সম্মিলিত সিদ্ধান্ত। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সকল নেতাকর্মীকে রাশেদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আরো পড়ুন : এনআইডি নিবন্ধনে আঙুলের ছাপ ও আইরিশ দিলেন তারেক রহমান

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও বিজয়ের কৌশল হিসেবে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ লক্ষ্যেই তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন।

নুরুল হক নুরের কাছে পাঠানো পদত্যাগপত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দীর্ঘদিন রাজপথে আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে একসঙ্গে থাকার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, এই পথচলায় তার আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

পদত্যাগপত্রে তিনি আরো বলেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে সম্মতি দেওয়ায় নুরুল হক নুরকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাশেদ খাঁন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে গণঅধিকার পরিষদ ও দলের নেতাকর্মীদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

বড়পর্দা থেকে দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস

ভোটার হলেন তারেক রহমান

ভোটার হলেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App