মাঠেই হার্ট অ্যাটাকে ঢাকা কোচ মাহবুব আলী জাকির মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পিএম
ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি। ছবি : সংগৃহীত
বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের ছায়া নেমেছে ঢাকা ক্যাপিটালসের ওপর। মাঠে হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে আজকের ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে গা গরম করছিলেন মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা ক্যাপিটালস সূত্র জানিয়েছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই প্রাণ হারান দেশবরেণ্য এই কোচ।
মাহবুব আলী জাকি বিপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন। আজ দলের প্রথম ম্যাচের আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। জাকির মৃত্যুর খবরে সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, বাংলাদেশের সাবেক পেসার মাহবুব আলী জাকি তার খেলোয়াড় জীবন শেষ করে কোচিংয়ে আসেন। তিনি ঘরোয়া ক্রিকেটে কাজ করেছেন এবং মাশরাফি-মুহাম্মদ তাসকিন আহমেদদের কোচিং করেছেন। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।
