মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ডিজিটাল প্ল্যাটফর্মে সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রকাশ হয়েছে লেখক ও সাংবাদিক মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’। বিশেষ মূল্যছাড়ে দেশের সব অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে বইটির প্রি-অর্ডার করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
ডিজিটাল সাম্রাজ্য গড়ার কমপ্লিট মাস্টারক্লাস ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইটিতে রয়েছে কনটেন্ট আইডিয়া ও ট্রেন্ড বিশ্লেষণ করার বিজ্ঞানসম্মত উপায়, যা সঠিক বিষয় নির্বাচনকে সহজ করবে। বইটিতে সংযোজিত হয়েছে ২৫০টি কার্যকর হুক আইডিয়া, যা প্রথম কয়েক সেকেন্ডেই দর্শক আটকে রাখার অব্যর্থ কৌশল হিসাবে কাজ করবে। স্টোরিটেলিং অংশে তুলে ধরা হয়েছে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার ম্যাজিকাল কৌশল।
এছাড়াও বইটিতে রয়েছে ভাইরাল হওয়ার কৌশল ও টেকসই গ্রোথ নিশ্চিত করার স্পষ্ট কনটেন্ট স্ট্র্যাটেজি, থাম্বনেইল সাইকোলজি থেকে রিটেনশন বাড়ানোর বাস্তবভিত্তিক টিপস। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনভিত্তিক সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া টিম ও কনটেন্ট পরিচালনার পূর্ণাঙ্গ পরিকল্পনা। রয়েছে কপিরাইট আইন ও কমিউনিটি গাইডলাইনের বিশ্লেষণ এবং কনটেন্ট মনিটাইজেশনকে লাভজনক ব্যবসায় রূপান্তরের দিকনির্দেশনা।
বিশেষ সংযোজন হিসেবে বইটিতে যুক্ত করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সেরা ১০০টি এআই টুলস ও ১০০টি ট্রেন্ড বিশ্লেষণ টুলস। পাশাপাশি পাঠকদের জন্য থাকছে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এক্সক্লুসিভ ফ্রি ডিজিটাল রিসোর্স। এসব উপকরণ ও রিসোর্সের সমন্বয়ে একজন নতুন বা অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটর কীভাবে ধাপে ধাপে একজন সফল ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তুলে ধরা হয়েছে বইটিতে।
বইটি সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, কনটেন্ট ক্রিয়েশনকে যদি কেউ দীর্ঘমেয়াদী পেশা ও পরিচয় হিসেবে গড়তে চান, তবে এই বইটি হবে তার জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি কেবল একটি বই নয়, বরং সফল ক্যারিয়ার গড়ার একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। কনটেন্ট আইডিয়া থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত প্রতিটি ধাপ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা একজন ক্রিয়েটরকে জিরো থেকে হিরো হতে সাহায্য করবে।
সময়োপযোগী ও প্রাসঙ্গিক এই বইটি প্রকাশ করেছে টাইমস পিআর পাবলিকেশন্স এবং পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন। বইটির প্রচ্ছদ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৭ টাকা। তবে প্রি-অর্ডারে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।
