জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত
পূর্ব জাপানে একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬ দশমিক ২। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জাপানের সীমানে অঞ্চল ও পার্শ্ববর্তী তোত্তোরি জেলায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।
স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এরপর পর্যায়ক্রমে একাধিক ছোট মাত্রার আফটার শকও অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পগুলো শক্তিশালী হলেও সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে ৫ মাত্রার বেশি ভূমিকম্প আবারও ঘটতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে পরবর্তী দুই থেকে তিনদিন ঝুঁকি তুলনামূলক বেশি থাকবে।
এছাড়া যেসব এলাকায় ভূমিকম্পের কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের অবকাঠামোয় অস্বাভাবিক কোনো ক্ষয়ক্ষতি শনাক্ত হয়নি। তবে ভূমিকম্পের প্রভাবে কিছু সময়ের জন্য বুলেট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় কম্পনের দৃশ্য ধরা পড়েছে।
সূত্র: এবিসি নিউজ
