×

ক্রিকেট

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

ছবি : সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই ঘটনার রেশ ধরে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। তবে এসব টানাপোড়েনের মধ্যেও প্রতিবেশী দেশটিতে লিটন দাস, তাসকিন আহমেদদের ম্যাচের টিকিট বিক্রি থেমে নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম বুক মাই শো জানিয়েছে, গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট এখনো বিক্রি হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। লিটন দাসদের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সেই ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দলটির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

আরো পড়ুন : বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

এদিকে সাম্প্রতিক কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে মোস্তাফিজুর রহমানকে ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয় কেকেআর। এই ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারত সফর নিরাপদ কি না—সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের একাধিক উপদেষ্টা ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও কঠোর অবস্থান নেয়। ভারত বাদ দিয়ে বিকল্প ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠায় সংস্থাটি।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এখন কেবল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

তবে মঙ্গলবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় পয়েন্ট কাটা যেতে পারে। যদিও বিসিবি সেই দাবি সরাসরি অস্বীকার করে এটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App