×

বিএনপি

রেজা কিবরিয়াকে শোকজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

রেজা কিবরিয়াকে শোকজ

ড. রেজা কিবরিয়া। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ ড. রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি বিচারক কমিটির চেয়ারম্যানের পক্ষ থেকে রেজা কিবরিয়াকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন : ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত জনগণের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে নির্বাচনী প্রচার চালান। এ ঘটনার ছবি ও প্রাসঙ্গিক দলিলসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি গত ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি ও বিতরণ করে প্রচার চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ সংক্রান্ত ছবি ও দলিলসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পৃথক একটি লিখিত অভিযোগ জমা দেন।

এ প্রেক্ষিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন বিষয়টি নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে না—সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে ড. রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

সাগরে নিম্নচাপ, যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অফিস

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

এলপিজির সংকট ও দাম নিয়ন্ত্রণে ভ্যাট পুনর্নির্ধারণের উদ্যোগ

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App