×

বরিশাল

ভোলায় এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ৬৫ ছাত্রী

Icon

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পিএম

ভোলায় এইচপিভি টিকা দিয়ে অসুস্থ ৬৫ ছাত্রী

ভোলায় এইচপিভি টিকা দেয়ায় অসুস্থ শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় জরায়ু ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়ে ৬৫ জন ছাত্রী। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ ঘটনাটি ঘটে। অসুস্থ ছাত্রীদেরকে দেখতে অভিভাবক ও স্থানীয়রা হাসপাতালে ভীড় জমায়। এদের মধ্যে ৪৮ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় এবং ৬ জনকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে এ ঘটনা শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানউজ্জামান হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নেন এবং দুপুরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান হাসপাতালে এসে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে স্কুলে জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা দেয়। দুপুর সাড়ে ১১টার পর হঠাৎ একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে টিকা নেয়া সবাই অসুস্থ হয়ে পড়ে। এদের দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

আরো পড়ুন: হজের খরচ কমছে, দুইদিন মধ্যে ঘোষণা: ধর্ম উপদেষ্টা

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ জানান, জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলাকালীন সময় এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরো অনেক ছাত্রী অসুস্থ হয়ে পরে। তাৎক্ষনিক টিকাদান বন্ধ করে দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ৪/৫ জন টিকা নেয়া ছাড়া ছাত্রীও অসুস্থ হয়ে পড়েন। 

তিনি আরো বলেন, ভয়ের কোনো কারণ নেই। এরা ১ হতে ২ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। এটা মাস্কসার্জিকেল সমস্যা হতে পারে।  

এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ভয়ের কোনো কারণ নেই। এর আগে এ জেলায় এই টিকা প্রয়োগ করা হয়েছে কোথায়ও এ রকম সমস্যা হয়নি। জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ হতে ৬৫ জন ছাত্রীরা অসুস্থ হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভোলা থেকেও একটি মেডিকেল টিম আনা হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর-৩ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

নগরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা স্কিম চালু

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করব : নাহিদ ইসলাম

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিলো এলডিপি ও এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App