×

বিএনপি

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

Icon

পলাশ হোসেন, পাবনা থেকে

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:১৩ এএম

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নিহত যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা। ছবি : ভোরের কাগজ

পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে ইসলামপুর ব্রিজের কাছে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে পাভেল ও ইমরানকে কুপিয়ে জখম করা হয়।

আরো পড়ুন : বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনাটি পূর্ব বিরোধের জের ধরে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App