×

সরকার

তৌহিদ হোসেন-ইসহাক দারের বৈঠক আজ, স্বাক্ষরিত হতে পারে একাধিক চুক্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১০:১৬ এএম

তৌহিদ হোসেন-ইসহাক দারের বৈঠক আজ, স্বাক্ষরিত হতে পারে একাধিক চুক্তি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে রোববার (২৪ আগস্ট) বিকেলে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সম্পর্ক স্বাভাবিকীকরণে জোর দিতে পারে ঢাকা।

অন্যদিকে, ইসলামাবাদ থেকে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার বার্তা আসতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এদিন বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ইসহাক দার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠক শুরুতে একান্তে এবং পরে প্রতিনিধি পর্যায়ে অনুষ্ঠিত হবে। আলোচনার পর দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে।

সূত্র আরো জানায়, বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি এবং দুই দেশের জনগণের চলাচল সহজীকরণসহ নানা দ্বিপক্ষীয় বিষয় আলোচিত হবে।

আরো পড়ুন : দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের ধারাবাহিকতায় এবার মন্ত্রী পর্যায়ের আলোচনায় বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থে সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্ব দেবে। তবে সম্পর্কের অগ্রগতির জন্য তিনটি অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুর সমাধান অপরিহার্য বলে মনে করছে ঢাকা।

এসব ইস্যু হলো, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করা।

বৈঠক শেষে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা বিলোপ চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমিগুলোর সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতাসহ একাধিক সমঝোতা সই হওয়ার কথা রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৫ সমঝোতা সই

বাউফলে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত

বাউফলে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App