×

বিএনপি

মির্জা ফখরুল

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পিএম

গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দায় এড়াতে পারবে না ইউনূস সরকার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ড. ইউনূস, আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে গঠিত সংসদই ভবিষ্যতের সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে। এর বাইরে গেলে বা প্রতিশ্রুতি ভঙ্গ হলে এর দায়দায়িত্ব বহন করতে হবে ড. ইউনূসের সরকারকে।”

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, “গতকাল (মঙ্গলবার) জুলাই সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। অবাক হয়ে দেখলাম, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট সনদ থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও তা লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই বিষয়গুলো দ্রুত সংস্কার করা জরুরি।”

তিনি আরো বলেন, “আমরা সব সময়ই বলেছি—গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের যে সংসদ গঠিত হবে, সেই সংসদই প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে।”

নির্বাচন বিলম্বিত হলে রাজনৈতিক পরিস্থিতি আরো অস্থিতিশীল হতে পারে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচন যত দেরিতে হচ্ছে, ফ্যাসিবাদ তত শক্তিশালী হচ্ছে। যারা দেশে নৈরাজ্য দেখতে চায়, তারাই এখন নির্বাচন পেছানোর কথা বলছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ থেকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, এটাই এখন সময়ের দাবি।”

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App