ট্রলারসহ ৭ বাংলাদেশি জেলে অপহরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)।
বুধবার (২৯ অক্টোবর) টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ সাত জেলের পরিচয় জানা যায়নি।
সাজেদ আহমেদ জানান, টেকনাফ পৌরসভার বাসিন্দা শাওনের মালিকানাধীন ট্রলারটি মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে গিয়েছিল। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণে মিয়ানমারের জলসীমার কাছাকাছি এলাকায় আরাকান আর্মির সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুন : নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক
অন্যদিকে, মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, একটি ট্রলারসহ সাত জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলাবাহিনীকে অবহিত করা হয়েছে।
বিজিবির তথ্যমতে, গত আট মাসে নাফ নদ ও সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অপহৃত হন প্রায় ২০০ জেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় কয়েক দফায় তাদের অধিকাংশকে ফেরত আনা হলেও এখনো প্রায় ১০০ জেলে আরাকান আর্মির কাছে জিম্মি অবস্থায় রয়েছেন।
এতে উপকূলের জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে, এবং অনেকেই এখন সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন।
