×

অপরাধ

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ রোডের নাভানা ওভাল ভবনে লিফটের সামনে নারীদের উত্যক্তের ঘটনায় ৬ দিন পর অবশেষে মামলা নিয়েছে পুলিশ। পদস্থ কর্মকর্তাদের নির্দেশের পর গত মঙ্গলবার মাঝরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ এই মামলা নথিভুক্ত করে।

যদিও উত্যক্তকারী ও তার সহযোগী কেউ আটক হয়নি এখনও। এর আগে নারী উত্যক্তকারী রায়হান নামে ওই যুবককে রক্ষায় সমঝোতার জন্য ফেডেক্সের অন্যান্য লোকজন রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে চাপ প্রয়োগের চেষ্টা করে। 

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ রহিম মোল্লা জানান, পুলিশ মামলা রেকর্ড করেছে। কেউ আটক নেই।

এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে একটি গ্রুপ অব কোম্পানির এমডি ও তার মেয়ে (প্রতিষ্ঠানের পরিচালক) ওই ভবনের ৫ম তলায় তাদের অফিস থেকে নিচতলায় নামতে যান। তখন লিফটের ভেতরে ৫-৬ জন ব্যক্তি থাকায় তারা উঠতে না পেরে সহযোগিতা চান। এর মধ্যে এক যুবক তাদের উদ্দেশ্য করে অশোভন আচরণ, অঙ্গভঙ্গি করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করে। এর পর লিফট নিচে নেমে যায়। দুই নারী তাদের অফিসে ফিরে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবক ফেডেক্স কুরিয়ার সার্ভিসের স্টাফ রায়হান বলে শনাক্ত করেন। একইদিনে তারা বিল্ডিং এসোসিয়েশনের সদস্য আব্দুল মজিদকে জানিয়ে প্রতিকার চান। তবে ফেডেক্সের অসহযোগিতার কারণে কোন প্রতিকার পাওয়া যায়নি বলে আব্দুল মজিদ জানিয়েছেন। 

আরো পড়ুন : বাতিল হলো ১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পাঁচদিন আগে ইভটিজিংয়ের শিকার ওই দুই নারী গত ২৬ অক্টোবর গত রবিবার দুপুরে একই ভবনে রায়হানকে লিফটে দেখে অস্বস্তি বোধ করেন ও নামতে বলেন। তারা তাকে বলেন, তার বুথ গ্রাউন্ড ফ্লোরে সে কেন গ্রাউন্ড ফ্লোর থেকে বেইজমেন্টে নেমেছে ও লিফট থেকে না নেমে আবারো কেন উপরে যাচ্ছে? এতে রায়হান উত্তেজিত হয়ে গালাগালি করতে থাকে।

মিডিয়ার হাতে আসা সিসিটিভি ফুটেজেও রায়হানকে গ্রাউন্ড ফ্লোর (যেখানে ফেডেক্স এর বুথ) থেকে উঠতে দেখা যায় ও বেইজমেন্টে লিফট থামলে সে না নেমে নারীদের দেখে লিফটে থেকে যাওয়ার চেষ্টা করে। আর দুই নারী তাকে বার বার লিফট থেকে নামতে ইশারা করছিলেন। এক পর্যায়ে রায়হানকে উত্তেজিত হতে দেখা যায়। তখন রামকৃষ্ণ এসে রায়হানকে লিফট থেকে নামিয়ে নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় রাম কৃষ্ণ রায় ও তার সহকর্মী হাসিম উদ্দিন আহত হলে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পরে নারী উত্যক্ত ও তাদেরকে মারধর করার লিখিত অভিযোগ করেন থানায়। পুলিশ তদন্তের নামে সময়ক্ষেপণ করে। 

এদিকে, ঘটনা আঁচ করতে পেরে নারী উত্যক্তকারী ওই যুবক ফেডেক্সের কয়েকজনের যোগসাজশে থানায় পাল্টা অভিযোগ করে। পুলিশ রাম কৃষ্ণ রায়কে ঘটনা মীমাংসা করতে সময় দেয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় দুই নারীর বিরুদ্ধে করা উত্যক্তকারী রায়হানের দেয়া অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করে থানা। বিষয়টি ডিএমপির পদস্থ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হলে রাত একটার দিকে রাম কৃষ্ণ রায় কার্জীকে থানায় ডেকে নিয়ে রায়হানের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগে মামলা রেকর্ড করে পুলিশ। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, নারী উত্যক্তের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়া হয়েছে। রায়হানসহ অন্যদের আটকের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সচিবালয় অভিমুখে ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

প্রতিবন্ধী শিক্ষকদের আন্দোলন ঘিরে প্রেসক্লাবে পুলিশের কঠোর অবস্থান

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

৬ দিন পর মামলা, আটক হয়নি ইভটিজিংকারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App