×

বিএনপি

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটি বৈঠকে বসছে সোমবার (৩ নভেম্বর)। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর খুব শিগগিরই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র মতে, সারাদেশে একাধিক জরিপ পরিচালনা ও প্রায় এক হাজার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে আলোচনা শেষে বিএনপি এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আজকের বৈঠকের আলোচ্যসূচি উন্মুক্ত রাখা হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হতে পারে—একটি প্রার্থী তালিকা চূড়ান্তকরণ, অন্যটি প্রধান উপদেষ্টাকে ঘিরে সম্ভাব্য ঘোষণা ও তার প্রতিক্রিয়া।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং গত রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দুপুরে তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যদিও নির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি, তবে সরকারঘনিষ্ঠ সূত্র বলছে, সংবাদ সম্মেলনের আগে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন : নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

বিএনপির দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু হয় গত বছরের সেপ্টেম্বর মাসে তারেক রহমানের নেতৃত্বে। প্রথম ধাপে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক মূল্যায়ন করা হয়, দ্বিতীয় ধাপে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সারাদেশে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন। তৃতীয় ধাপে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

সূত্র অনুযায়ী, প্রায় ২০০ আসনের প্রার্থী ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে ৬০–৭০টি আসনে একাধিক শক্তিশালী প্রার্থী ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রার্থী নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া জোটভুক্ত দলের সঙ্গে আসন বণ্টন নিয়েও কিছু জটিলতা রয়ে গেছে। প্রাথমিক তালিকা প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, আন্দোলনে অবদান এবং জনমত জরিপের ফলাফলের ভিত্তিতে তৈরি হয়েছে।

দলীয় অভ্যন্তরীণ সূত্র আরো জানায়, তালিকায় এখনো কিছু পরিবর্তন হতে পারে। মাঠপর্যায়ের সক্রিয়তা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কিছু প্রার্থী বদলে যেতে পারেন। ইতোমধ্যে তারেক রহমান সম্ভাব্য প্রার্থীদের দ্রুত নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে কয়েকজনকে ফোন করে মাঠে নামার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির (পূর্ণাঙ্গ তালিকা)

রাজনীতি নয়, দেশ আগে

রাজনীতি নয়, দেশ আগে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App