মাদুরোর দিন শেষ হয়ে আসছে: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নিকোলা মাদুরোর দিন শেষ হয়ে আসছে।
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে যাচ্ছে কি-না এমন এক প্রশ্নের জবাবে ‘সিবিএস ৬০ মিনিট’ এ ট্রাম্প বলেন, আমার সন্দেহ আছে। আমি তা মনে করি না। তবে তারা আমাদের সঙ্গে বাজে আচরণ করেছে।
তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান অঞ্চলে জলযান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন : ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প
ট্রাম্প প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ কমাতে এই হামলা প্রয়োজনীয়। কিন্তু যুক্তরাষ্ট্র মাদকের বিরুদ্ধে অভিযান করছে না, তাদের লক্ষ্য মাদুরোকে উৎখাত করা- এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প।
ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযানে এখন পর্যন্ত ৬৪ জন মারা গেছে বলে সিবিএস নিউজ জানিয়েছে।
ভেনেজুয়েলার মাটিতে হামলার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার বিষয়ে কী করতে যাচ্ছি তা আমি আপনাদের বলবো না। মাদুরো এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি তৈরির অভিযোগ করেছিলেন।
