×

তথ্যপ্রযুক্তি

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের মূল্য বৃদ্ধির আশঙ্কা আইএসপিএবির

আইএসপি গাইডলাইনের সংস্কার করে প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ অতিরিক্ত প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। আজ সোমবার (৩ নভেম্বর) রাজধানীর মহাখালীর রাওয়া ক্নাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে নীতিমালা বন্ধের দাবি জানানো হয়। এতে স্বাগত বক্তব্য দেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া এবং মূল প্রেজেন্টেশন ও লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম।

সংবাদ সম্মেলনে বলা হয়, আজকের এই আয়োজনের মূল বিষয় হলো আইএসপি গাইডলাইনের সংস্কার। এই সংস্কারের মাধ্যমে আমরা চাই, যেন ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং সবার জন্য সহজ হয়। প্রথমত, ইন্টারনেট সেবার মূল্য বাড়ার আশঙ্কা। দ্বিতীয়ত, দেশীয় উদ্যোক্তাদের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা, বিশেষ করে এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) লাইসেন্সের প্রেক্ষাপটে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নতুন গাইডলাইন অনুযায়ী ফিক্সড ইন্টারনেটের মূল্য বাড়ছে। বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি আরোপ সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। এটি শুধু সাধারণ মানুষের পক্ষেই ক্ষতিকর নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল লাইফস্টাইল এবং ব্যবসায়িক কার্যক্রমকেও বাধাগ্রস্ত করবে। আমাদের দাবি, গাইডলাইন সংস্কার করে এই খরচগুলো কমানোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সেবার মূল্য স্থিতিশীল থাকে এবং গ্রাহকরা আরও সুবিধা প্রাপ্ত হন।

আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, আমি দেশের প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীর কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের দোষারোপ করবেন না। আমরা আপনাদেরকেই সেবা দিচ্ছি। এই দাবি/প্রতিবাদ আপনাদের জন্য, আপনাদের ভবিষ্যতের জন্য। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই বলছি, সোচ্চার হোন, সচেতন হোন, ন্যায্যতার পক্ষে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির পক্ষ থেকে দাবি-দাওয়া ও কয়েকটি প্রস্তাবনা তুলে ধরা হয়-

সিএমএসপি সংশোধন: সেলুলার মোবাইল সার্ভিস প্রোভাইডার (সিএমএসপি) গাইডলাইন থেকে এফডাব্লিউএ (ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস) যেমন- জিপিফাই, রবি-ওয়াইফাই, বাংলালিংক ওয়াই-ফাই এবং হটস্পট কানেক্টিভিটি অন্তর্ভুক্ত করার অনুমতি বাতিল করার দাবি জানাচ্ছি। নীতিমালা অনুযায়ী, এই ফিচারগুলো শুধু এফটিএস-এর আওতায় থাকা উচিত।

ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয়মেন্ট: সিএমএসপি গাইডলাইন থেকে হোম/অফিস/ইনডোর প্রাঙ্গণে ফাইবার কানেক্টিভিটি ডেপ্লয় করার অনুমতি বাতিলের দাবি করছি।

ওয়াইফাই/আইএসএম ব্যান্ড ব্যবহারের সীমাবদ্ধতা: সিএমএসপি গাইডলাইন থেকে সার্ভিস ডেলিভারির জন্য আইএসএম/ওয়াইফাই ব্যান্ড-এর বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ করার দাবি করছি।

অবকামো শেয়ারিং বিষয়ে স্পষ্ট নির্দেশনা: বিদ্যমান নীতিমালা অনুযায়ী এফটিএসপি-এর জন্য অ্যাক্টিভ অবকাঠামো শেয়ারিং সংক্রান্ত গাইডলাইন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এফটিএসপি রেভিনিউ শেয়ারিং ও লাইসেন্স ফি পুনর্বিবেচনা: এফটিএসপি গাইডলাইন থেকে ৫ দশমিক ৫ শতাংশ রেভিনিউ শেয়ারিং ও ১ শতাংশ সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) এবং উচ্চ লাইসেন্স ফি বাতিল বা পুনর্বিবেচনা করতে হবে।

আইপিটিএসপি এসএমএস সার্ভিস ও মোবাইল ডায়ালার বিষয়ে বিস্তারিত কোনো নির্দেশনা নেই। এ দুটি বিষয়ে স্পষ্টীকরণ চাই। এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার) এবং জেলা এফটিএসপি (ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার)-এর মধ্যে সার্ভিস বৈষম্য রাখা যাবে না।

প্রস্তাবিত খসড়া নীতিমালার এই প্রক্রিয়ার আড়ালে মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস এবং লাস্ট মাইল ফাইবার সংযোগের মাধ্যমে ফিক্সড কানেক্টিভিটি দেওয়ার স্পষ্ট অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশীয় এবং নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা আইএসপিগুলোর জন্য চরম অসম প্রতিযোগিতা সৃষ্টি করবে। আইএসপিএবি মনে করে, অযৌক্তিক ফি বৃদ্ধি এবং মোবাইল কোম্পানিগুলোকে ফিক্সড কানেক্টিভিটির সুযোগ দেওয়া দেশীয় বিনিয়োগকে চরম অনিশ্চয়তার মুখে ফেলবে। নতুন খসড়া গাইডলাইনটির সবচেয়ে বড় প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর। আইএসপিএবির পরিসংখ্যান অনুযায়ী, প্রস্তাবিত নীতিমালায় বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবার খরচ অতিরিক্ত প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়বে এবং এফটিএসপি অপারেটরদের ক্রয়মূল্য ১৪ শতাংশ বাড়বে।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা এখন গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। আমাদের উচিত সেই ভবিষ্যতের জন্য মনোযোগ দেওয়া, দায়িত্বশীল নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা সবাই চাই- একটি জনগণের সরকার, একটি দায়িত্বশীল নেতৃত্ব। জনগণের সরকার জনগণের স্বার্থই রক্ষা করবে। ইন্টারনেটের মূল্য নির্ধারণের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিন। আমি দেশের সব রাজনৈতিক দলকেও আন্তরিক আহ্বান জানাচ্ছি দয়া করে এই বিষয়ে হস্তক্ষেপ করুন। জনগণের পাশে দাঁড়ান, এই সেবাখাতকে এবং দেশীয় উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখুন। ইন্টারনেটের মূল্য নির্ধারণে আমরা দেশের রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করছি। মনে রাখবেন- এই প্রজন্ম চুপ করে থাকবে না। তারা সচেতনভাবে, যথাযথ পথে নিজেদের দাবির পক্ষে এগিয়ে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

এবার নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা যুবদল নেতা নয়নের

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

পিএসসির সামনে অ্যাকশনে সেনাবাহিনী

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

তিন আসনে লড়বেন খালেদা জিয়া, তারেক রহমান একটিতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App