×

বিএনপি

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

ছবি : সংগৃহীত

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তাঁর চিকিৎসা চলছে। সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আগের তুলনায় ভালো। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসায় নিয়মিতভাবে নজরদারি করছে।

বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। ঢাকায় তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা, চক্ষুরোগসহ নানা জটিলতায় ভুগছেন। এসব কারণে তাঁকে প্রায়ই হাসপাতালে যেতে হয়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১সহ মোট তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তাঁর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্নাঙ্গ রায় প্রকাশ

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App