এমন কোনো কথা বলতে চাই না যেটা বিতর্ক সৃষ্টি করবে : অপু বিশ্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পিএম
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন রোমান্টিক–অ্যাকশন–থ্রিলার ঘরানার ছবির শুটিং শুরু হতে যাচ্ছে ডিসেম্বরেই। এই ছবিতে তার নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। এরই মধ্যে চলচ্চিত্র, নতুন ছবি এবং সোশ্যাল মিডিয়ার নানা আলোচনাকে ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস।
সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে আসা প্রশ্নে অপু বিশ্বাস স্পষ্টভাবে জানান, পেশাগত পরিসরে তিনি ব্যক্তিজীবনের প্রসঙ্গ তুলতে চান না। বারবার একই ব্যক্তিগত বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তিনি সতর্ক। তিনি বলেন, এমন কোনো কথা আমি আপনাদেরকে বলে বিতর্ক সৃষ্টি করব না, যেটা দিয়ে বারবার আমাকেই আপনারা তীর ছুড়ে দেবেন। এমন কোনো প্রশ্ন, এমন কোনো টপিক আমি মিডিয়াতে বলবো না, যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে।
নিজের সৌন্দর্যের রহস্য কী—এমন প্রশ্নে নায়িকা বলেন, ‘মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। তো আমি মনে হয় আমার ভক্ত, দর্শক, ভালোবাসার মানুষের ভালোবাসা পেয়েই সুন্দর হয়েছি।’
আরো পড়ুন : বাংলাদেশে প্রথমবার প্রদর্শিত হতে যাচ্ছে অ্যাওয়ার্ডজয়ী চলচ্চিত্র ‘নিশি’
এক সাংবাদিক যখন অপু বিশ্বাসের ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন, তখন মৃদু হেসে অপু পাল্টা প্রশ্ন করেন, ‘আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক একচুয়ালি কেমন, এটা প্রশ্নের মধ্যে পড়ে?’
পরে ব্যক্তিগত জীবন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, শাকিব খান তাকে পরামর্শ দিয়েছেন ব্যক্তিগত জীবনকে পেশাগত জায়গায় না টানতে। অপু বিশ্বাস বলেন, ‘আপনি যে মানুষটার নাম বললেন, উনি একজন স্বনামধন্য অভিনেতা। ... উনি যখন ক্যামেরার সামনে আসেন, তখন তার কাজকেই প্রেজেন্ট করেন। সেই পরিপ্রেক্ষিতে আমাকেও উনিই বলেছেন—তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি শুধু অপু বিশ্বাস। তুমি তোমার প্রফেশনের জায়গাটাই তুলে ধরো, ব্যক্তি জীবন নয়।
