অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া : আহমেদ আযম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
গণমাধ্যমকে আহমেদ আযম খান বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল। অত্যন্ত ডিপ কন্ডিশনে আছেন। ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন—এভাবেই ধরতে পারেন।
গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরো পড়ুন : খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো নেই : মির্জা ফখরুল
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশ-বিদেশের চিকিৎসকরা যৌথভাবে কাজ করছেন। দেশের মানুষও তার আরোগ্যের জন্য দোয়া ও প্রার্থনা করছেন।
মির্জা ফখরুল আরো জানান, খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিং করে জানাবেন।
দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছেন।
