বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের নিকট মনোনয়ন ফরম গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
ফরম উত্তোলনের পর রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। বগুড়া সদরের মানুষও প্রতীক্ষায় রয়েছে, তারা ধানের শীষে তারেক রহমানকে ভোট দিতে চান।
আরো পড়ুন : নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই: সালাহউদ্দিন আহমদ
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিনিয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন, বিএনপি নেতা এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরি হিরু, এম আর ইসলাম স্বাধীন, শহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, যুবদল নেতা আবু হাসানসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
