×

ঢালিউড

আমি থেমে থাকি না: শাকিব খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

আমি থেমে থাকি না: শাকিব খান

শাকিব খান। ছবি : সংগৃহীত

অভিনেতা শাকিব খান মানেই নতুন চমক। দীর্ঘ দুই দশক ধরে ঢালিউডে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে একের পর এক সিনেমা করে চলেছেন তিনি। বিরতিহীনভাবে যেন একাই টেনে নিয়ে যাচ্ছেন দেশের চলচ্চিত্র শিল্পকে। সাম্প্রতিক বছরগুলোতে অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে দর্শকদের জন্য উপহার দিচ্ছেন নতুন নতুন সিনেমা। তাই ভক্তদের কাছে তিনি ‘কিং খান’ নামেই পরিচিত।

প্রতিবার নতুন কোনো সিনেমায় ভিন্ন লুক ও অভিনব স্টাইলে হাজির হয়ে দর্শকদের চমকে দেন শাকিব খান। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও একজন অভিনেতা কীভাবে বারবার নিজেকে নতুন করে উপস্থাপন করেন—এ প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনে। অনুরাগীদের মতে, নিজেকে বারবার নতুন রূপে আবিষ্কার করার এই ক্ষমতা শুধুই শাকিব খানের ক্ষেত্রেই প্রযোজ্য।

এবার নতুন করে কৌতূহলের জন্ম দিলেন কিং খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন তিনি। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কীভাবে একজন মানুষ এত দ্রুত এবং ধারাবাহিকভাবে নিজেকে পরিবর্তন করতে পারেন?

আরো পড়ুন : ৬ ভিন্ন লুকে চমক দেখালেন শাকিব খান

ভক্তের সেই প্রশ্ন এড়িয়ে যাননি শাকিব খান। মন্তব্যের ঘরে অত্যন্ত সাবলীল ভাষায় নিজের জীবনের পরিবর্তনের দর্শন তুলে ধরেন তিনি। উত্তরে অভিনেতা লেখেন, সময়, অভিজ্ঞতা এবং শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগিয়ে চলা বন্ধ করে দেয়, তারাই পিছিয়ে পড়ে।

তিনি আরো লেখেন, আমি থেমে থাকি না। নিরন্তর চেষ্টা করি, নিজেকে বদলাই এবং বিশ্বাস করি—প্রতিটি দিন নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।

শাকিব খানের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। নেটিজেনদের অনেকেই তার চিন্তাভাবনাকে প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে।

উল্লেখ্য, বর্তমানে শাকিব খান তার আসন্ন কয়েকটি প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নতুন এসব সিনেমায় তাকে আবারও ভিন্ন অবতারে দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় জড়িতদের কিছু শনাক্ত: ধর্ম উপদেষ্টা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনের তাপমাত্রা কমার আভাস

দিনের তাপমাত্রা কমার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App