×

বিএনপি

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ এএম

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের বিগত ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে একটি অবিস্মরণীয় মুহূর্তের সূচনা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানকে একনজর দেখার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, আজ যে ঘটনাটি ঘটতে যাচ্ছে, তা শুধু বাংলাদেশের মানুষ নয়—সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবে। ইনশাআল্লাহ, এই মুহূর্তটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে গেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল পরিণতি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটেছে এবং গণতন্ত্র আজ মুক্ত।

রাজধানীর মগবাজারে সাম্প্রতিক বোমা হামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা দেশে-বিদেশে এখনও সক্রিয় রয়েছে। তারা গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে এসব অপচেষ্টা সফল হবে না বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে চায়, আমরা সবাই মিলে তাদের প্রতিহত করব।

এ সময় একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এই বিএনপি নেতা। তারেক রহমানকে স্বাগত জানাতে ইতোমধ্যে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অবস্থান নিয়েছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা, নিহত ৭

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা, নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App