×

বিএনপি

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে সৃষ্টি হয়েছে বিশাল জনসমাগম। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বিএনপি নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে ৩০০ ফিট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশ ও মধ্যভাগে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিতির সংখ্যা আরও বাড়ছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্তমানে ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেটকারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, আশপাশের সব সড়কে যান চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হয়েছে। বর্তমানে ৩০০ ফিট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচলের অনুমতি নেই।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর ৩০০ ফিট এলাকাতেই তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল থেকেই সংবর্ধনাস্থলে নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যদিও দুই দিন আগ থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেন। অনেকেই রাত কাটিয়েছেন ৩০০ ফিট এলাকায়।

প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

তারেক রহমানকে বরণ, ৩০০ ফিট সড়ক জনসমুদ্র

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা, নিহত ৭

নাইজেরিয়ার মসজিদে বোমা হামলা, নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App