×

সরকার

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার ও অপরিবর্তনীয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

ব্রিফিংয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শফিকুল আলম বলেন, এ ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আইন উপদেষ্টা জানিয়েছেন, এই মামলার বিচার দ্রুত বিচার আইনের আওতায় সম্পন্ন করা হবে।

প্রেস সচিব বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দুর্গাপূজাসহ অন্যান্য বড় ধর্মীয় উৎসবগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যা ইতোমধ্যে দৃশ্যমান।

আরো পড়ুন : নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার তার দেশে ফেরাকে স্বাগত জানায়। তার নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে। দলটি যে পরিমাণ নিরাপত্তা চাচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার তদারকি করছে। সরকারের কাছে যে সহযোগিতা চাওয়া হচ্ছে, তা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় তিনি আরো বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনাসংশ্লিষ্ট মামলায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও ভিজ্যুয়াল বিশ্লেষণ করে এসব গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

যুবদল নেতা রাশেদ হত্যার নির্দেশদাতা জাকিরের বিচার চায় পরিবার

যুবদল নেতা রাশেদ হত্যার নির্দেশদাতা জাকিরের বিচার চায় পরিবার

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

নির্বাচনে অংশ নিতে পারবেন না নাগরিক ঐক্যের মান্না

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

পুরস্কারপ্রাপ্ত ৫ সদস্যকে সংবর্ধনা দিল বিএআরএফ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App