ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন জমা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আমিনুল হক বলেন, ঢাকা-১৭ আসন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে।
এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারেক রহমান।
এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার ঘোষণার পর এই আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
