ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্ক আরোপের সম্ভাবনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
রাশিয়ার তেল আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিলে অনুমোদন দিয়েছেন, যার মাধ্যমে রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা ও উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা হোয়াইট হাউজের হাতে যাবে।
প্রস্তাবিত ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’ অনুযায়ী, রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সাউথ ক্যারোলাইনার সিনেটর গ্রাহাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এই বিলের অনুমোদন দিয়েছেন। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণীত বিলটি পাস হলে রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের আইনগত ক্ষমতা পাবে হোয়াইট হাউজ।
আরো পড়ুন : নির্বাচনে খুলতে পারে বাংলাদেশ-ভারত সমঝোতার পথ
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একাধিক নিষেধাজ্ঞা কার্যকর থাকা সত্ত্বেও চীন ও ভারত এখনও রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসেবে রয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার–এর তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক কিনেছে চীন। একই সময়ে ভারতের অংশ ছিল প্রায় ৩৮ শতাংশ।
অন্যদিকে, সাম্প্রতিক মাসগুলোতে ব্রাজিলের রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
