×

বিএনপি

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন সাক্ষাৎ করেছেন। একইসঙ্গে নরডিক অঞ্চলের তিন দেশ—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরাও বিএনপির শীর্ষ এই নেতার সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম‍্যানের কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব এবং চেয়ারম‍্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের প্রতি এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ভাবনার প্রতিও তারা আগ্রহী।

আরো পড়ুন : বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

তিনি বলেন, আজ চারটি দেশের প্রতিনিধি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এগুলো ছিল সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে কীভাবে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে, দলের ঘোষিত ৩১ দফার আলোকে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে কার্যকরভাবে কাজ করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে রাষ্ট্রদূতরা আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রার দিকে এগিয়ে যাবে বলে তারা প্রত্যাশা করছেন।

এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম‍্যানের প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারম‍্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

নিকারের সভায় ৪ নতুন থানা ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তন অনুমোদন

১৩০ বছরের মধ্যে ভয়াবহতম তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া

১৩০ বছরের মধ্যে ভয়াবহতম তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালুর দাবি

ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট চালুর দাবি

ভারত থেকে আরো ২ লাখ টন চাল আমদানির অনুমোদন

ভারত থেকে আরো ২ লাখ টন চাল আমদানির অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App