×

আইন-বিচার

শাকসু নির্বাচন

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

ছবি : সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের চার সপ্তাহের স্থগিতাদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। তিনি জানান, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ শাকসু নির্বাচনের অনুমোদন চার সপ্তাহের জন্য স্থগিতের নির্দেশ দেন। আগামীকাল ২০ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও এই আদেশের কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু এবং অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আরো পড়ুন : স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

রিটে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা থাকায় শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া আইনসংগত নয়। রিট দায়ের করেছেন শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ আরো দুই শিক্ষার্থী। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে নির্বাচনের প্রচারণার সময়ও হাইকোর্টের স্থগিতাদেশের প্রভাবে ব্যাহত হওয়ায় ১২ জানুয়ারি শুরু হওয়া প্রচারণা ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণার সময় শেষ হওয়া উচিত। ফলে, প্রার্থীরা এই সময় পর্যন্ত তাদের প্রচারণা চালাতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

শাকসু নির্বাচন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল

সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট

সাভারে সাত মাসে ৬ খুন, গ্রেপ্তার ভবঘুরে সম্রাট

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

স্থগিত শাবিপ্রবির শাকসু নির্বাচন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App