×

বিএনপি

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

তারেক রহমান। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়েই এই নির্বাচনি প্রচারণার সূচনা হবে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছাবেন এবং গভীর রাতে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনি ‘থিম সং’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরো পড়ুন : তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিলেটের জনসভা শেষ করে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন।

ড. মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যানের এই সফরে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতারা তার সফরসঙ্গী থাকবেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে এর আগে তারেক রহমান তার বেশ কয়েকটি ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা বজায় রাখবে এবং নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী

রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

মানবতাবিরোধী অপরাধ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App