×

আইন-বিচার

রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম

রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী

বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

রায় ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু বলেন, ঋণখেলাপির তথ্য গোপন করে আদালতের কাছে প্রতারণা করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। আদালত নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ তার রয়েছে।

আরো পড়ুন : তারেক রহমানের সিলেট সফর দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা শুরু

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। রিটে ১৭ জানুয়ারি দেওয়া ইসির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়। উল্লেখ্য, ওই দিন আপিল শুনানি শেষে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে অভিযোগ করা হয়, বিএনপির প্রার্থী ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে এবং মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

সংসদ নির্বাচন ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী

সরকারি নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন-সুবিধা নির্ধারণ

সরকারি নীতিমালায় ইমাম-মুয়াজ্জিনদের বেতন-সুবিধা নির্ধারণ

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

একসঙ্গে সব দুর্বল ব্যাংক ঠিক করা সম্ভব নয়: গভর্নর

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

'হাঁস চুরির চেষ্টা করলে ছাড় দেব না', প্রতীক পেয়ে রুমিন ফারহানার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App