×

বলিউড

গোটা শরীরে ‘প্লাস্টিক সার্জারি’, ট্রোলের জবাবে দিলেন মৌনী রায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:৫৩ এএম

গোটা শরীরে ‘প্লাস্টিক সার্জারি’, ট্রোলের জবাবে দিলেন মৌনী রায়

বলিউড অভিনেত্রী মৌনী রায়। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী মৌনী রায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই চলে নানারকম আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশের দাবি, প্লাস্টিক সার্জারির কারণে তার শরীরের অধিকাংশই নাকি প্লাস্টিকের তৈরি।

কেউ কেউ আবার কটাক্ষ করে বলেছেন, অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে মৌনী আগের মতো নেই, বরং আরো কুৎসিত হয়ে উঠেছেন।

বিশেষ করে তার ঠোঁটের গড়ন নিয়েই হয়েছে সবচেয়ে বেশি চর্চা। ক্যারিয়ারের শুরুতে যেখানে ঠোঁট ছিল সরু ও পাতলা, পরে সেটি হয়ে ওঠে মোটা ও ফোলা। তখন থেকেই গুঞ্জন শুরু হয়, তিনি লিপ সার্জারি করিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি ব্রাও লিফট থেকে শুরু করে বিদেশে গিয়ে ব্রেস্ট ইমপ্ল্যান্ট পর্যন্ত করিয়েছেন। ফলে শুরুর দিককার মৌনী আর বর্তমান মৌনীর চেহারার মধ্যে দৃশ্যমান পার্থক্য চোখে পড়ে।

আরো পড়ুন : ‘রাগিনী এমএমএস থ্রি’-তে প্রধান ভূমিকায় তামান্না ভাটিয়া, থাকছে চমক!

এ নিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়লেও এবার চুপ থাকেননি মৌনী। ট্রোলারদের উদ্দেশে তিনি সোজাসাপ্টা জবাব দিয়েছেন। মৌনী বলেন, জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ। আচ্ছা, চললাম।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভূতনী’ ছবির ট্রেলার লঞ্চে মৌনীকে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। তবে এসব সমালোচনায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই অভিনেত্রীর।

তার ভাষায়, কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রোল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।

উল্লেখ্য, বলিউডে এর আগেও শ্রীদেবী ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকাদের প্লাস্টিক সার্জারি নিয়ে বহুবার চর্চা হয়েছে। এবার সেই আলোচনার তালিকায় যুক্ত হয়েছেন মৌনী রায়। তবে সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App