×

বলিউড

পাঞ্জাবে ভয়াবহ বন্যা: পাশে দাঁড়ালেন শাহরুখ-দিলজিৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

পাঞ্জাবে ভয়াবহ বন্যা: পাশে দাঁড়ালেন শাহরুখ-দিলজিৎ

মানবিক এই বিপর্যয়ে ত্রাণশিবিরে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড ও পাঞ্জাবি তারকারাও। ছবি : সংগৃহীত

পাঞ্জাবে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইতোমধ্যে এক হাজারেরও বেশি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে সেইসঙ্গে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা।

এ অবস্থায় রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে।

মানবিক এই বিপর্যয়ে ত্রাণশিবিরে সাহায্য করতে এগিয়ে এসেছেন বলিউড ও পাঞ্জাবি তারকারাও। বলিউড বাদশা শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পাঞ্জাবের এমন অবস্থা দেখে আমি ভীষণ আহত। প্রার্থনা করছি, পাঞ্জাব দ্রুত স্বাভাবিক হোক। পাঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেওয়া যাবে না। ঈশ্বর মঙ্গল করুন।

আরো পড়ুন : রণবীরকে নিয়ে যে মন্তব্য করলেন অনুরাগ কাশ্যপ

শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক দীর্ঘদিনের। ‘বীর-জারা’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং হয়েছে এখানে। এমনকি একাধিকবার তাকে পাঞ্জাবি চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে।

অন্যদিকে জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ সরাসরি মাঠে নেমে গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রামের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিলে তিনি খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন দুর্গতদের কাছে।

এছাড়া অভিনেতা-গায়ক এমি ভির্ক ঘোষণা দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০০টি পরিবারের দায়িত্ব নেবেন তিনি। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে পাঞ্জাবের মানুষকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শান্তিচুক্তি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের

শান্তিচুক্তি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App