×

বিনোদন

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিন। ছবি : সংগৃহীত

বাংলার গানের পাখি সাবিনা ইয়াসমিনের আজ ৭২তম জন্মদিন। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানের ভুবনে এক অনন্য কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

চলচ্চিত্রের গানে অসামান্য অবদানের জন্য তিনি ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৬ বার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। এছাড়া শিল্পকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৮৪ সালে তাকে একুশে পদক এবং ১৯৯৬ সালে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

আরো পড়ুন : সেকাল-একালের শাকিব খান, বললেন ১১ বছরের উত্থান-পতনের গল্প

মাত্র ১৩ বছর বয়সে সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা (১৯৬৭) ছবিতে আলতাফ মাহমুদের সুরে গাওয়া “মধুর জোছনা দীপালি” গানের মাধ্যমে।

এ গানের জন্য তিনি প্রথম ৫০০ টাকা সম্মানী পান। এর আগে ১৯৬২ সালে এহতেশামের নতুন সুর চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে রবীন ঘোষের সুরে গান করেছিলেন তিনি।

পরে আলতাফ মাহমুদের সুরে মাহমুদুন্নবীর সঙ্গে গাওয়া “একটি পাখি দুপুরে রোদে” গানসহ আনোয়ারা (১৯৬৭), নয়নতারা (১৯৬৭) ও টাকা আনা পাই (১৯৭০) চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি। একই সময়ে ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগমসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে কোরাসেও গান করেছেন সাবিনা ইয়াসমিন।

এছাড়া খান আতাউর রহমানের সুরে জীবন থেকে নেয়া (১৯৭০) ছবির “একি সোনার আলোয়” গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইনসহ বিশ্বের নানা দেশে গান গেয়েছেন। ভারত ও পাকিস্তানেও বহুবার ভ্রমণ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন ভাষায়ও গান পরিবেশন করেছেন এই কিংবদন্তি শিল্পী। শুধু গায়কী নয়, গাজী মাজহারুল আনোয়ারের উল্কা ছবিতে অভিনয়ও করেছিলেন সাবিনা ইয়াসমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে ৬০ গাড়ি

জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

জিনপিংয়ের ভাষণে ট্রাম্পের অসন্তোষ, বললেন- ‘আমরা চীনকে সাহায্য করেছি’

জিনপিংয়ের ভাষণে ট্রাম্পের অসন্তোষ, বললেন- ‘আমরা চীনকে সাহায্য করেছি’

অক্ষয়-রাভিনার গোপন বাগদান ভাঙল যে কারণে

অক্ষয়-রাভিনার গোপন বাগদান ভাঙল যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App