×

বলিউড

রাজনীতি থেকে কেন সরে এসেছিলেন, জানালেন অমিতাভ বচ্চন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ এএম

রাজনীতি থেকে কেন সরে এসেছিলেন, জানালেন অমিতাভ বচ্চন

রাজনীতি নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই রাজনীতিতে আসেন অমিতাভ বচ্চন। কংগ্রেসে যোগ দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। তবে সেই রাজনৈতিক জীবন দীর্ঘস্থায়ী হয়নি। তাঁর অগণিত ভক্তের মনে এখনও প্রশ্ন, কেন এত দ্রুত রাজনীতি থেকে সরে আসেন অমিতাভ?

সম্প্রতি ‘কেবিসি ১৭’-এর মঞ্চে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, রাজনীতি একটি অত্যন্ত ‘কঠিন কাজ’।

আরো পড়ুন : ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

অমিতাভ বলেন, আমি আবেগপ্রবণ হয়েই রাজনীতিতে এসেছিলাম। আমার জন্মস্থান এলাহাবাদ, সেখানকার মানুষ আমাকে খুব ভালবাসতেন। সেই ভালবাসার জোরেই ভোটে দাঁড়িয়ে জিতেছিলাম।

কিন্তু কয়েক দিন রাজনীতিতে থেকে বুঝতে পারেন, এ কাজ সহজ নয়। তিনি জানান, কিছু দিনের মধ্যেই বুঝলাম বিষয়টি ভীষণ জটিল। এখানে এ দিকও দেখতে হবে, ও দিকও দেখতে হবে, নানা কথার উত্তর দিতে হবে, অনেক বিষয় সামলাতে হয়। খুব কঠিন!

তবে রাজনীতিতে স্বল্প দিনের অভিজ্ঞতা থেকেও অনেক শিক্ষা পেয়েছিলেন তিনি। অমিতাভ বলেন, ওই দু’টি বছর আমার কাছে দারুণ মূল্যবান। প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। নতুন প্রার্থীকে তাঁরা সম্মান দেন, সেটা আমি নিজে অনুভব করেছি।

উল্লেখ্য, ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দেন অমিতাভ। সেই বছরেই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন তিনি। বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়ে তাঁর বিজয় তখন বলিউডেও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়েছিল। তবে ১৯৮৭ সালে আর্থিক দুর্নীতির অভিযোগে নাম জড়ানো মাত্রই রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫

রাজনীতি থেকে কেন সরে এসেছিলেন, জানালেন অমিতাভ বচ্চন

রাজনীতি থেকে কেন সরে এসেছিলেন, জানালেন অমিতাভ বচ্চন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App