বাকৃবিতে সংঘর্ষ : থমথমে পরিস্থিতি, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

হল ছাড়ছেন বাকৃবি শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। এর পর ভোর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। তবে এখনও অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন। ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিক্ষার্থীরা প্রশাসনের উপস্থিতিতে হামলার ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের মিলিত কম্বাইন্ড ডিগ্রির দাবি, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ করেন।
এর আগে বেশ কিছুদিন ধরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। রোববার (৩১ আগস্ট) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের আলাদা ডিগ্রি চালুর সিদ্ধান্ত ঘোষণা করা হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে তালা লাগিয়ে দেন। এতে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন।
আরো পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
পরে সন্ধ্যায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেও সমাধান হয়নি। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ বহিরাগত একদল যুবক লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জারি করা হয়।