মাঠে ডিম পেড়েছে পাখি, স্টেডিয়াম বন্ধ ঘোষণা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
সাধারণত অতিবৃষ্টি, প্রচণ্ড গরম কিংবা তুষারপাতের কারণে খেলা স্থগিত হয়। আবার কখনো মাঠে হঠাৎ কোনো প্রাণী ঢুকে পড়লে সাময়িকভাবে খেলা থেমে যায়। তবে কোনো প্রাণীর কারণে পুরো খেলার মাঠ এক মাসের মতো বন্ধ রাখার এমন ঘটনা বিরল।
ঠিক এমনটিই ঘটেছে অস্ট্রেলিয়ায়। সংরক্ষিত প্রজাতির এক দেশি পাখি মাঠের মাঝখানে ডিম পাড়ায় খেলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ইয়াহু নিউজের বরাতে জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। গত সপ্তাহে শহর থেকে প্রায় ২০ মিনিট দূরে অবস্থিত জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে খেলোয়াড়রা ফুটবল খেলতে গেলে জানতে পারেন, মাঠের একেবারে মাঝখানে একটি প্লোভার পাখি ডিম দিয়েছে।
প্লোভার পাখি বাচ্চা ফোটার সময় অত্যন্ত রক্ষণশীল থাকে। কোনো ধরনের বিপদ আঁচ করলে এটি ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে। ডানা ঝাপটানো, তীব্র শব্দ করা বা ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে তারা বাসা ও ডিমকে রক্ষা করে।
পাখির এমন আচরণের কারণে খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনা করেই ম্যাচ পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় কাউন্সিল জানায়, বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার–এর পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লোভার পাখির ডিম থাকায় মাঠ সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।
কাউন্সিল আরো জানায়, দেশি প্রজাতি রক্ষায় তাদের কঠোরভাবে সচেতন থাকতে হয়। প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ডিম সরানোর ব্যবস্থা করা হবে।
এদিকে, মাঠ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সহযোগিতার জন্য স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। খেলোয়াড়দের অনুশীলন ও ম্যাচের বিকল্প মাঠও তাদের জন্য নিশ্চিত করা হয়েছে।