×

আইন-বিচার

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম

জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ দশম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। সেদিন পাঁচজন সাক্ষী জবানবন্দি দেন। তারা হলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সহকারী পরিচালক ডা. মফিজুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মনিরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ, ফেনীর ব্যবসায়ী আহত নাসির উদ্দিন ও শহীদ শাহরিয়ার খান আনাসের নানা মো. সাঈদুর রহমান। এখন পর্যন্ত মোট ২৯ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

আরো পড়ুন : ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

জবানবন্দি শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। সহায়তা করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ।

এর আগের দিনগুলোতেও প্রতিদিন চার থেকে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। মেডিকেল কলেজ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকসহ শহীদদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা ইতোমধ্যে আদালতে ঘটনার বিবরণ দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও প্রাথমিকভাবে আসামি ছিলেন। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। কাঠগড়ায় তার উপস্থিতিতেই চলছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া।

উল্লেখ্য, গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আনা অভিযোগের সংখ্যা পাঁচটি।

অভিযোগপত্র মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র রয়েছে ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকা ২ হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত আছেন ৮১ জন। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবর্তন আনবে: ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবর্তন আনবে: ফখরুল

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ৫০০

মাঠে ডিম পেড়েছে পাখি, স্টেডিয়াম বন্ধ ঘোষণা

মাঠে ডিম পেড়েছে পাখি, স্টেডিয়াম বন্ধ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App