জেসিআই ঢাকা এইসের লিডারশীপ কর্মশালায় ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’ বাংলাদেশিরা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

জেসিআই ঢাকা এইসের লিডারশীপ কর্মশালায় ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’ বাংলাদেশিরা
তরুণদের নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফোর্বস ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকার বাংলাদেশিদের অভিজ্ঞতা বিনিময়ে ‘লিডারশিপ মাস্টারক্লাস’ নামে কর্মশালার আয়োজন করে জেসিআই ঢাকা এইস।
সম্প্রতি ঢাকার রানার রানার অডিটোরিয়ামে দুই দিনের আয়োজনে অংশ নেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা। অংশগ্রহণকারীরা তাদের জীবনের সংগ্রাম, সাফল্য এবং উদ্যোক্তা হিসেবে পথচলার অভিজ্ঞতা ভাগ করে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আয়োজকরা জানান, কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণদের হাতে এমন বাস্তবমুখী দিকনির্দেশনা তুলে দেওয়া, যা তাদের ক্যারিয়ার ও উদ্যোগ পরিচালনায় দৃঢ়তা ও আত্মবিশ্বাস এনে দেবে।
জেসিআই ঢাকা এইসের লোকাল প্রেসিডেন্ট কাজী রাফসান বলেন, স্কিল ইজ পাওয়ার, আমরা চাই তরুণরা শুধু স্বপ্ন না দেখুক, সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় টুলসও যেন তাদের হাতে থাকে। সেই বিশ্বাস থেকেই গড়ে উঠেছে ‘এইস টক’।
কর্মশালাটি পরিচালনায় করেন জেসিআই ঢাকা এইসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহিদ আনোয়ার, সেক্রেটারি জেনারেল মুয়াম্মার মোবারক ও কো-কনভেনর শান্ত জোয়ারদার। বক্তাদের মধ্যে ছিলেন বন্ডস্টেইনের সহপ্রতিষ্ঠাতা জাফির শাফি চৌধুরী, মীর শাহরুখ ইসলাম এবং আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইশরাত করিম ইভ। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভিডিও বার্তা প্রদান করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ড্রাগসের এক্সিকিউটিভ ডিরেক্টর আরেফিন আহমেদ রাফি, জেসিআই ঢাকা এস-এর প্রতিষ্ঠাতা লোকাল প্রেসিডেন্ট ফাহিম আহমেদ এবং সাবেক লোকাল প্রেসিডেন্ট সিনান আরেফিন।
আয়োজকরা জানান, সেপ্টেম্বর মাসে ঢাকা এইসের আয়োজনে ইউথ লিডারশীপ সামিট হবে যেখানে ৫০০-এর বেশি তরুণ অংশগ্রহণ করবেন, থাকবেন আন্তর্জাতিক মানের বক্তারা এবং থাকবে উন্নতমানের প্রশিক্ষণ ও নেতৃত্বগুণ বিকাশের সুযোগ।