রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
রাজধানীতে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। ছবি : ভোরের কাগজ
রাজধানীর বংশাল নাজিরাবাজার এলাকায় রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি বেকারি দোকানে কাজ করতেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আমিনের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। বর্তমানে তিনি রাজধানীর হাজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় বসবাস করতেন।
আরো পড়ুন : দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন আমিন। হঠাৎ পানিতে পড়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে বাঁশ দিয়ে দূর থেকে তাকে টেনে আনা হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাজিরাবাজার থেকে গুরুতর অবস্থায় যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।