স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত
সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং মেয়ে এস. আরমিন রাখীর মোট ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে মোট টাকা রয়েছে ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬।
সোমবার (১৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। দুদকের পক্ষে আবেদন করেন উপপরিচালক মো. মনিরুজ্জামান।
দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে দেখা গেছে, জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে বিভিন্ন ব্যাংকে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ১৭.৫৫ কোটি টাকা জমা এবং ১৪.৬২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
আরো পড়ুন : বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম
তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এসব অর্থের উৎস বৈধ নয় এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদকে লুকানো বা আড়াল করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে।
দুদক আরো জানায়, নানক পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র সরানোর চেষ্টা লক্ষ্য করা গেছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
