×

রাজধানী

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাস দূষণের কবলে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছুটা উন্নতি দেখা গেলেও আবারও ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ২৭১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা। এই মাত্রার বাতাস নাগরিকদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

একই সময়ে ২১৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। আর ২০৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, যেখানে বাতাসের মানও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ অস্বাস্থ্যকর এবং ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এই পর্যায়ে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়।

৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সাধারণত বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রা বিবেচনায় নিয়ে একিউআই নির্ধারণ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ ব্যক্তিদের জন্য এর প্রভাব সবচেয়ে বেশি মারাত্মক।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

নাজমুলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল বিসিবি

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

তেঁতুলিয়ায় ১ সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App