পরিচালকের মন্তব্যে ক্ষুব্ধ ক্রিকেটাররা, পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের হুমকি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
ছবি : সংগৃহীত
একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। সর্বশেষ ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ বিষয়ে দেওয়া মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।
প্রতিবাদ হিসেবে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে কোয়াব।
বুধবার বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এম নাজমুল ইসলাম বলেন, ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি, ম্যাচসেরা পুরস্কার ও পারফরম্যান্সভিত্তিক অর্থ পেয়ে থাকেন। এতে বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। তিনি আরো মন্তব্য করেন, ক্রিকেটাররা যদি ভালো না খেলেন, তবে বোর্ড কি তাদের পেছনে খরচ করা অর্থ ফেরত চাইবে?
এই মন্তব্যের পরপরই রাতে সাংবাদিকদের সঙ্গে এক জুম বৈঠকে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক এ ধরনের মন্তব্য করতে পারেন না। অবিলম্বে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন তিনি। পাশাপাশি ঘোষণা দেন, বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে পদত্যাগ না হলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবেন না।
আরো পড়ুন : ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান, প্রত্যাখ্যান বিসিবির
মিঠুনের ঘোষণার পর রাতে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির কয়েকজন পরিচালক টিম হোটেলে বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। বিসিবি কর্তৃপক্ষ আশ্বাস দিলেও ক্রিকেটাররা তা প্রত্যাখ্যান করেন।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিদ্ধান্তে সবাই একমত এবং নাজমুল ইসলাম থাকাকালীন মাঠে নামার প্রশ্নই ওঠে না। প্রথম ম্যাচ না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
এ বিষয়ে বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
