বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রথমে ফক্স নিউজ কয়েকটি দেশের নাম প্রকাশ করলেও পরে জানানো হয়, বাংলাদেশসহ মোট ৭৫টি দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা দেওয়ার বর্তমান যাচাই-বাছাই প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে। এই সময়ের মধ্যে উল্লিখিত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে পুনর্মূল্যায়ন চলছে। আপাতত ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত রাখা হবে। মূলত বিদেশি নাগরিকদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন।
ফক্স নিউজের প্রকাশিত তালিকায় আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, থাইল্যান্ড, রাশিয়া, ইরান, ইরাক, সিরিয়া, সুদানসহ মোট ৭৫টি দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
