×

করপোরেট সংবাদ

'জেসিআই ব্লাড বন্ড' স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:১৭ পিএম

'জেসিআই ব্লাড বন্ড' স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে উদযাপন উপলক্ষে জেসিআই বাংলাদেশ আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী এবং মানবিক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি — 'জেসিআই ব্লাড বন্ড'। দিনব্যাপী এ মহতী কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পৃষ্ঠপোষকতা করে টেকনো ড্রাগস লিমিটেড। আয়োজনটি অনুষ্ঠিত হয় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে।

জেসিআই বাংলাদেশ ২০২৫-এর ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের পরিচালক ডা. ইয়াসমিন আরা ডলি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (ঢাকা ইউনিট) সাবেক যুব প্রধান আনিক ইসলাম এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষক মাহমুদ খান বিজু।

পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন-

কামরুজ্জামান পাভেল, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট ডিরেক্টর)

ফিলকুল আহমেদ, ন্যাশনাল কমিটি চেয়ারপারসন (কনভেনার)

ইস্তিয়াক হোসেন, ন্যাশনাল ডিরেক্টর (কো-কনভেনার)।

তাদের সুপরিচালনা এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় এই রক্তদান কর্মসূচিটি পরিণত হয় একটি সফল উদাহরণে।

👥 আয়োজনে অংশগ্রহণ করে জেসিআই বাংলাদেশের ১০টি স্থানীয় চ্যাপ্টার-

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস

জেসিআই ঢাকা ডায়নামিকস

জেসিআই ঢাকা ইনডিপেনডেন্ট

জেসিআই ঢাকা মেট্রো

জেসিআই ঢাকা এন্টারপ্রেনিয়ার্স

জেসিআই ঢাকা এক্সেলেন্স

জেসিআই ঢাকা সাউথ

জেসিআই ঢাকা স্পার্কস

জেসিআই ঢাকা ইউনাইটেড

জেসিআই মুন্সীগঞ্জ

অন্যান্য আকর্ষণ-

দিনব্যাপী রক্তদান ক্যাম্পেইনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল একটি প্রাঞ্জল বেসিক ফার্স্ট এইড প্রশিক্ষণ সেশন। যেখানে বাস্তব উদাহরণ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেয়া হয়। উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণকারী সদস্যদের জন্য আয়োজন করা হয় কুইজ সেশন, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান এবং ছিল উপহার সামগ্রী— যা দিনটির মহত্বকে আরও স্মরণীয় করে তোলে।

জেসিআই সম্পর্কে সংক্ষেপে-

জেসিআই (Junior Chamber International) একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা তরুণদের মধ্যে নেতৃত্ব; সামাজিক দায়িত্ববোধ এবং নাগরিক সম্পৃক্ততা তৈরিতে কাজ করে। বর্তমানে ১২৮টি দেশে এর কার্যক্রম চালু রয়েছে। যার মধ্যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সক্রিয়ভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতেই হচ্ছে না পাঠদান

রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

ছাত্রদল-এনসিপির সমাবেশ রবিবার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

প্রশাসনে বিএনপি-জামায়াতের পুনর্বাসন হয়েছে: নুর

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ রবিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App