×

সারাদেশ

ছাত্রদল নেতার কোপে শ্রমিক নেতা হাসপাতালে ভর্তি

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:০৩ এএম

ছাত্রদল নেতার কোপে শ্রমিক নেতা হাসপাতালে ভর্তি

আহত শ্রমিক নেতা জসীম খান

   

মানিকগঞ্জের শিবালয়ে ছাত্রদলের কথিত নেতার হামলায় শ্রমিক নেতা মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে আহতের পারিবারিক সূত্রে জানা গেছে। সোমবার (২৬ মে) সন্ধ্যার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছাত্রদলের কথিত নেতা জসীমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত শ্রমিক নেতা জসীম খানের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জসীম খানকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত জসিম খান দাসকান্দি গ্রামের কুদ্দুস খানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পাটুরিয়া ঘাট এলাকায় বালু ব্যবসা ও নীলাচল পরিবহনের সাথে জড়িত আছেন বলে জানান স্থানীয়রা।

জসিম খান জানান, উথুলী (নিহন্দ) এলাকার ছাত্রদল কর্মী শ্রাবণ আহমেদ জসিম ৫ লাখ টাকা চাঁদার দাবিতে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে আসছিলেন। দাবিকৃত টাকা পরিশোধ না করার জের হিসেবে ছাত্রদলের ওই কথিত নেতা ৩০-৪০ জনের মুখোশধারী একটি সন্ত্রাসী বাহিনী সোমবার সন্ধ্যার দিকে জসীম খানকে এলোপাথাড়ি কুপিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।

শিবালয় থানা যুবদলের আহ্বায়ক মো. হোসেন জানান, নিহন্দ এলাকার শ্রাবণ আহমেদ জসীম ছাত্রদলের নাম ভাঙিয়ে দাউদ, পলাশসহ ৪ জনে পাটুরিয়া ঘাটে একটি চাতাল নিয়ে দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করে আসছিল। যদিও শিবালয়ে ছাত্রদলের কার্যকর কোন কমিটি এখন নেই। তথাপি, সেই ছেলেটি ছাত্রদলের পরিচয় দিয়ে দাপটের সঙ্গে বালু ব্যবসা করে আসছিল। গত ৫ আগস্টের আগে এই ছেলেকে দলের কোন মিছিল মিটিংয়ে সক্রিয় দেখা যায়নি। 

জানা গেছে, এই জসীম তার অংশীদারদের নিয়ে পাটুরিয়া টার্মিনালের উত্তর পাশে কড়াই গাছের দক্ষিণ দিকে বাবুল মণ্ডলের জায়গা ভাড়া নিয়ে বালু স্তূপ করে রেখেছিলেন। পরবর্তীতে ওই জায়গার সমুদয় বালুসহ স্তূপীকৃত মূল জায়গার বালুও বিক্রি করে বিশাল আকৃতির গর্ত খুঁড়েছেন তারা। ব্যবসায়িক বনিবনা না হওয়ায় দাউদ এবং পলাশ জসীমের কাছ থেকে ব্যবসা বাদ দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে শ্রাবণ আহমেদ জসীমের সাথে ব্যবসায়িক কারণে যুক্ত হয় দাসকান্দি এলাকার সুজন নামে একটি ছেলে। 

ছাত্রদলের পরিচয় দানকারী জসীম যেখানে বালুর স্তূপ বানিয়েছিলেন তার পাশের ভিন্ন একটি জমি থেকে নীলাচল পরিবহনের জসীম খান বালু মাটি কাটা শুরু করেন। যে জায়গাটির মালিক আলাল চেয়ারম্যানের মা। জসীম খান আলাল চেয়ারম্যানের নিকট আত্মীয়। এই জায়গা থেকে মাটি কাটার প্রেক্ষিতে ছাত্রদলের জসীম ও সুজন বলেন, এই মাটি তাদের। তাই জসীম খানের নিকট মাটি কাটা বাবদ ৩ লাখ টাকা দাবি করেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন নিহন্দ এলাকার জসীম। 

বিষয়টি শ্রমিক নেতা জসীম খান শিবালয় থানা যুবদলের আহ্বায়ককে অবহিত করেন বলে জানান এই নেতা। থানা যুবদল নেতা মো. হোসেন আরও জানান, থানায় অভিযোগের পর ওসি নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নিতে নীলাচলের জসীমকে মোবাইল ফোনে জানিয়ে দেন। এরই প্রেক্ষিতে, গতকাল সোমবার বিষয়টি নিয়ে উভয় পক্ষের বসার সিদ্ধান্ত হয়। কিন্তু সন্ধ্যার দিকে নিহন্দ এলাকার জসীম তার দলবল নীলাচলের জসীম খানকে কুপিয়েছে। আরুয়া ইউনিয়ন যুবদলের রকিও হামলা থামাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এটি অবশ্যই একটি ন্যক্কারজনক ঘটনা। তদন্ত সাপেক্ষ আইনগত ও দলীয়ভাবে এই ঘটনার সাথে সম্পৃক্তদের উপযুক্ত বিচার দাবি করেন এই নেতা।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য শ্রাবণ আহমেদ জসীমের মোবাইল ফোনে একাধিক কল দেয়া হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। একারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে ছোট জসীম ও বড় জসিমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার একদিন আগে শ্রাবন আহমেদ জসিম থানায় এসে জসিম খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করেন। এই হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

পার্বত্য অঞ্চলে রবির ৫১টি মোবাইল টাওয়ারে নাশকতা!

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

ধেয়ে আসতে শুরু করেছে শক্তি, উত্তাল সমুদ্র

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ: সাগর উত্তাল, ঝড়ের আভাস, ভূমিধসের আশঙ্কা

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

যেকোনো পরিস্থিতিতেই আগামী বছর জুনের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App