×

ক্রিকেট

যে কারণে টেস্ট থেকে আচমকা অবসর নিলেন রোহিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৮:৩৪ এএম

যে কারণে টেস্ট থেকে আচমকা অবসর নিলেন রোহিত

রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানালেও এতদিন চুপ ছিলেন ভারতের সাবেক অধিনায়ক। তবে সোমবার এক অনুষ্ঠানে এসে নিজের অবসরের কারণ নিয়ে মুখ খুললেন তিনি।

রোহিত সরাসরি কারণ না জানালেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কেন তাকে অবসর নিতে হয়েছে। তিনি জানান, শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বলেই সরে দাঁড়িয়েছেন।

ভারতের এই ওপেনারের আক্ষেপ, তরুণ ক্রিকেটাররা এখন আর যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয় না। তিনি বলেন, টেস্টের জন্য আলাদা প্রস্তুতি প্রয়োজন। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন লড়াই করতে হয়। মানসিকভাবে সেটা কঠিন, শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও সত্যি, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।

আরো পড়ুন : টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড সাকিবের

নিজের অভিজ্ঞতার কথা টেনে রোহিত বলেন, আমরা মুম্বাইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেট শুরু করি। তখন দু’-তিন দিনের ম্যাচ হত। তাই ছোটবেলা থেকেই আমরা প্রস্তুত হতে শিখেছি। ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে অসুবিধা হয়নি।

রোহিত বলেন, তরুণ খেলোয়াড়রা ধীরে ধীরে বুঝতে পারবেন আগে থেকে প্রস্তুতি নেওয়া কতটা জরুরি। ক্রিকেট শুরু করার সময় আমি খুব মজা করতাম। পরে বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার ও কোচদের সঙ্গে কাজ করে বুঝেছি সঠিক প্রস্তুতি কেমন হওয়া উচিত।

তিনি বলেন, আমি বরাবর প্রস্তুতিকে গুরুত্ব দিয়েছি। অনেক কাজ করতে হয় যা চোখে ধরা পড়ে না। প্রস্তুতি সে রকমই একটা বিষয়। বারবার একই কাজ করতে হয়, কারণ সেখান থেকেই সব শুরু হয়। মাঠে দীর্ঘ সময় টিকে থাকতে হলে নিজেকে তৈরি করতেই হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

কোর্ট ম্যারেজ কি আইনসম্মত বিয়ে ?

কোর্ট ম্যারেজ কি আইনসম্মত বিয়ে ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App