×

আবহাওয়া

সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম

সারাদেশে বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা

কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের তিনটি বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৬ আগস্ট) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন : ঢাকায় বাড়বে গরম, রয়েছে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও খুলনার অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

এছাড়া, আগামী পাঁচ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টে শপথ নিলেন ২৫ নবনিযুক্ত বিচারপতি

হাইকোর্টে শপথ নিলেন ২৫ নবনিযুক্ত বিচারপতি

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট

মীরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ লুট

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ফসলি জমি, আতঙ্কে অর্ধশত পরিবার

গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন ফসলি জমি, আতঙ্কে অর্ধশত পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App